রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়ছাদখোলা বাসে পথশিশুদের স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ

ছাদখোলা বাসে পথশিশুদের স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ

বিআরটিসির ছাদখোলা বাসে করে ৪০ জন পথশিশু স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে মতিঝিল বিআরটিসির বাস ডিপোতে প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতারের উপস্থিতিতে এ ভ্রমণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

এর আগে শেখ রাসেল দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর নেতৃত্বে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিভাগে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে আজ সন্ধ্যায় তেজগাঁওস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত ৪০ জন শিশুকে নিয়ে সকাল ১০টায় মতিঝিলস্থ বিআরটিসির বাস ডিপো থেকে ভ্রমণ কর্মসূচি শুরু হয়। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত হয়ে শিশুরা পরবর্তীতে জাতীয় সংসদ ভবন এলাকা পরিভ্রমণ করে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন