রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকপরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী সংস্থা। দেশটির দ্বিতীয় বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে গতকাল সোমবারের এই হামলাকে ‘পারমাণবিক সন্ত্রাস’ বলে অভিহিত করেছে ইউক্রেন।

এক বিবৃতিতে দেশটির এনেরগোঅ্যাটম জানায়, পিভডেন্নুকরাইনস্ক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মিটার দূরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। তবে পারমাণবিক চুল্লিগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।তবে, হামলায় নিকটবর্তী ভবনগুলোর ক্ষতি হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার পরে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়া পুরো বিশ্বকে বিপন্ন করছে। বেশি দেরী হয়ে যাওয়ার আগেই আমাদের এটি থামাতে হবে।

প্রসঙ্গত, পিভডেন্নুকরাইনস্ক বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।আর সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হল ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। অবশ্য এটি সেপ্টেম্বরের শুরু থেকে বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার আগে সেখানেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। এর জন্য অবশ্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করে।

সূত্র : আল-জাজিরা

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন