রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeরাজনীতিমিয়ানমার সীমান্ত পরিস্থিতি আতঙ্কজনক: মির্জা ফখরুল

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি আতঙ্কজনক: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনীর মর্টার শেল নিক্ষেপের ঘটনায় বিএনপি উদ্বেগ প্রকাশ করছে। সেইসাথে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ দলের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

বিএনপির এই শীর্ষনেতা অভিযোগ করেন, দেশে মিয়ানমার সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে গোলা নিক্ষেপের ঘটনায় ওই এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের অবৈধ সরকারের নতজানু ও দুর্বল কূটনীতির সুযোগে গত ২৮ আগস্ট শুরু হওয়া মিয়ানমার সশস্ত্র বাহিনীর সামরিক ঔদত্যপূর্ণ আচরণ বেড়েই চলেছে। এসব আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

এ সময় ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সেখানেও হত্যা অব্যাহত রয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়েও সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। ফখরুল বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভৌগলিক অখণ্ডতা রক্ষার্থে মেরুদণ্ড সোজা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য।

বিএনপির সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মশিউর রহমান, রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন