শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeআইন আদালতপাঁচ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাঁচ শিল্পপতির দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ পাঁচ পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সর্বমোট ৪২ কোটি টাকা ঋণখেলাপির দায়ে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা দেওয়া পাঁচ জন হলেন, চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিব, তানভীর হাবিব, ইয়াসিন আলী ও মাশরুর হাবিব। আদালত সূত্রে জানা গেছে, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের করা ৪২ কোটি টাকা ঋণখেলাপি মামলায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ পাঁচ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। এরপর আদালত এ আদেশ দেন।

প্রসঙ্গত, এর আগে গত ৮ আগস্ট চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ চার পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ষষ্ঠ আদালতের ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান। ১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন